গাজীপুরের কালিয়াকৈরে সরকারি সড়ক ও জনপথ বিভাগের জমিতে পাকা ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে।
উপজেলার ধামরাই টু কালিয়াকৈর সড়কের সাহেববাজার বরইতলী সড়কের পাশে রাতের আধারে চারদিক টিনের বেড়ার ভিতরে ভিতর ইটের দেয়াল দিয়ে ঘর নির্মাণ করছে ওই ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে।
এই ঘটনায় স্থানীয় জনতার মধ্যে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রচন্ড চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান চেয়ারম্যানের ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি জমি দখল করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয়রা আরো বলেন সরকারি লোক হয়ে যদি সরকারি জমি দখল করে তাহলে সাধারন জনগন ওই চেয়ারম্যানের কাছ থেকে কতটুকু সেবা পাবে।স্থানীয়রা আরো জানান এই বিষয়ে কেও প্রতিবাদ করতে গেলে হুমকি ধামকি দেয় অভিযুক্ত চেয়ারম্যানের লোকজন।
এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে ফোনে কথা বললে তিনি জানান আমার জায়গার মধ্যে কিছুটা সড়ক ও জনপদের জমি রয়েছে বলে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
এই ঘটনায় গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান জানান কিছুদিনের মধ্যে ওই জায়গায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।