গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাľাদ মহোদয়ের সাথে কালিয়াকৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সহ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এমারত হোসেন, সাবেক সাধারন সম্পাদক এম তুষারী, যুগĄ সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ˆদনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, কালিয়াকৈর উপজেলা পল্লী উনśয়ন কর্মকর্তা মোঃ আব্দুল ছাত্তার এবং পিআইও মোঃ মামুন হোসেন সহ কালিয়াকৈর উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে নবাগত নির্বাহী কর্মকর্তা বলেন, আমি জনগণের একজন সেবক। জনগণের সেবা করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। সেইসাথে উপজেলার বিভিনś উনśয়ন অগ্রগতি ও আইন শৃঙ্খলা রক্ষায় কর্মরত সাংবাদিকদের প্রতি সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকগণ উনśয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, ‘সাংবাদিকরা হচ্ছেন সমাজের তৃতীয় চোখ। কারণ প্রত্যেক মানুষই তাদের দুথটি চোখ দিয়ে ভালোমন্দ দেখে থাকেন। আর সাংবাদিকরা মুহুর্তেই সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। এতে করে মানুষের অধিকার বাস্তবায়ন করা হয়, দেশের উনśয়ন ত্বরানিśত হয় এবং রাষ্ট্র ও সমাজ উপকৃত হয়। আর সে জন্যেই সাংবাদিকদের তৃতীয় চোখ বলা হয়।থ
পরে সদ্য বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আদনান চৌধুরীর সাথে সাংবাদিকগন সৌজন্য সাক্ষাৎ করে তার প্রতি শুভকামনা রেখে বিদায় জানান।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.