সোহেল রানা, স্টাফ রিপোর্টার-কালিহাতী:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষায় সমবায় কর্মকর্তা সহ নতুন করে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তারা হলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াজেদ আলী (৫১), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী রাব্বি হৌসাইন (২৫), কালিহাতী পৌরসভার ঝগরমান গ্রামের হাসেম আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), খরুলিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সোহেল রানা (৩০), বেতডোবা গ্রামের কানিজ ফাতেমা (৩৩), সালেংকা গ্রামের হুরমুজ আলীর স্ত্রী রুনিয়া (৪৫), সিলিমপুর গ্রামের লিয়াকতের ছেলে নজরুল ইসলাম (৩৪), নারান্দিয়া ইউনিয়নের সয়া গ্রামের জালালের ছেলে আরিফুল হক (২৮), কুড়–য়া গ্রামের শাহ জামালের মেয়ে সাহারা (২১), কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নূরুল ইসলাম (৭০), হাটিপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে সোহেল রানা (৩৯), সেলিম (২৮), এলেঙ্গা পৌরসভার বাঁশি গ্রামের আয়ুব আলীর ছেলে আরিফুল (৩২), মহেলা গ্রামের আ. রশিদের ছেলে আব্দুল আজিজ (৩৩), বাংড়া ইউনিয়নের মৃত মুজহারুল হকের ছেলে আজহারুল (৭৮), বল্লা ইউনিয়নের বেহালাবাড়ী গ্রামের নবী নেওয়াজের মেয়ে নারগিছ (৩৫), কৃষি ব্যাংক বল্লা শাখার সবুজ মিয়া (৩৭), কালিহাতী থানার কনস্টেবল লক্ষন দাস (৩৫), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাহিমা (২৫), পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার কদমতলী গ্রামের আনোয়ারের স্ত্রী তসলিমা খাতুন (২৫) ও কাসতলা গ্রামের কালুর ছেলে ইসমাইল (৪৪)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬১ জনে এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০৮ জন, মৃত্যু হয়েছে ১০ জনের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন ৬ জন।
সোমবার (২৮ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন আক্রান্তরা তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছে।
এমনকি তিনি সকলকে মাস্ক ব্যবহার করা এবং হাত ধোঁয়া সহ-সরকারি স্বাস্থ্যবিধি পালনের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যদি কারও জ্বর, সর্দি, কাশি সহ করোনার অন্যান্য উপসর্গ থাকে তাহলে হাসপাতালে না এসে হাসপাতালের জরুরী নম্বরে (০১৭৩০৩২৪৫৬৫) ফোন করে সেবা গ্রহণের অনুরোধ জানানোর পাশাপাশি উপসর্গ থাকলে অবশ্যই করোনা পরীক্ষা করারও আহ্বান জানান তিনি।