নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছেন আওয়ামীলীগ নেতা মো. জাকারিয়া জাকির। তিনি বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। বল্লা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়তে চান তিনি। ইতিমধ্যে নিজেকে ইউনিয়ন পরিষদে প্রার্থীতা ঘোষণা করে বিভিন্ন এলাকায় গণ সংযোগ শুরু করেছেন। এ ছাড়াও অসহায় দরিদ্র মানুষদের আর্থিক সহযোগীতা দিচ্ছেন। অপর দিকে স্থানীয় সকল জনগণ, তরুণ ও যুব সমাজ নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন। ভোটাদের দাবি, যারা এলাকার সার্বিক উন্নয়ন, বিপদে পাশে থাকবে ও তৃণমুল মানুষকে আপন করবে তাদেরকেই ভোট দিয়ে জয় যুক্ত করবেন। জাকারিয়া জাকির বলেন, আমি দুর্দিনে দলের জন্য কাজ করেছি, এখনও কাজ করছি এবং ভবিষ্যতেও করবো। তাই আমি আশাবাদী যে, দল আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিবে। অপর দিকে এই ইউনিয়নের গরীব দুঃখী মেহনতী মানুষের আমি পাশে ছিলাম, আছি এবং থাকবো। এলাকার লোকজন আমাকে ভালবেসে প্রার্থীতা ঘোষণা করিয়েছেন। তাই ইউনিয়নের গরীব দুঃখী মেহনতি মানুষের অধিকার আদায়ে আমি প্রার্থী হয়েছি। তাই আল্লাহর রহমতে দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা ও ভোটারদের ভোটে নির্বাচিত হবো ইনশাহ আল্লাহ।