সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ও মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা ও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ আজ মঙ্গলবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। চিঠিতে নসরুল হামিদের পাশাপাশি তাঁর স্ত্রী সীমা হামিদ, ছেলে জারেফ হামিদ, কন্যা আলিফা হামিদ এবং তাঁদের মালিকানাধীন ব্যাংকের হিসাব স্থগিত ও তথ্য চাওয়া হয়েছে। বিপ্লব কুমার সরকারের পাশাপাশি তাঁর পিতা অজিত চন্দ্র সরকার, মাতা রেবা রানী সরকার ও বিপ্লব কুমার সরকারের স্ত্রীর হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.