নীলফামারীতে ধার্য্যকৃত মূল্যের উপরে টেম্পারিং করে অতিরিক্ত মূল্যে বসিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক পরিবেশককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ মার্চ) দুপুরে জেলা সদরের দুহুলী বাজার অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় অভিযানের নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নীলফামারী দপ্তরের উপ-সহকারী পরিচালক শামসুল আলম। এসময় জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের বরাত দিয়ে জেলা মার্কেটিং কর্মকর্তা এরশাদ আলম খান জানান, রূপসা সয়াবিন তেল কোম্পানীর পরিবেশক মো. সানু মিয়া নিজ গোডাউনে প্রতিটি এক লিটার সয়াবিন তেলের বোতলের ধার্য্যকৃত বিক্রয় মূল্য টেম্পারিং করে ১৮০ টাকার স্থলে ১৮৬ টাকা এবং মেয়াদ বাড়িয়ে বিক্রয় করে আসছিলেন। এমন অভিযোগের তার গোডাউনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.